শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
একক খাত হিসাবে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছে পোশাক ও বস্ত্র খাত। এই খাত নানা সমস্যায় জর্জরিত হলেও সরকারের তরফ থেকে কার্যকর নীতি গ্রহণ করা হচ্ছে না। মূলত অতীতে একটি রাজনৈতিক দলের বিজিএমইএ দলীয় কার্যালয়ে পরিণত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন প্রয়োজন বলে মনে করেন শিল্প মালিকরা। শনিবার রাজধানীর একটি হোটেলে পোশাক মালিকরা এসব কথা বলেন।