শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

রিপোর্টারের নাম / ০ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’।  ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মেলার বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক কমিটি।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আয়োজকরা জানান, মেলার ভিজিটরদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *